bangla_photo


ধ্বনি ও বর্ণ

    বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থ প্রকাশের ক্ষমতাসম্পন্ন আওয়াজকে ধ্বনি বলে ।
বাগযন্ত্র = বাক + যন্ত্র

ধ্বনি ও বর্ণের মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ এবং কেন?

        ধ্বনি। ধ্বনি শুধু গুরুত্বপূর্ণই নয়, বরং বলা উচিত, ধ্বনিই ভাষা। ভাষা মুখে বলার এবং কানে শোনার জিনিস। হাতে লেখার এবং চোখে দেখার জিনিস নয়।
    ১। পৃথিবীতে ভাষার সংখ্যা প্রায় ৬ কি ৭ হাজারের মতো। কিন্ত বর্ণমালা আছে এমন ভাষার সংখ্যা মাত্র ৩০০ টি।
    ২। বাংলাভাষীদের মধ্যে শিক্ষিতের সংখ্যা অর্থাৎ লিখতে পারে এমন লোকের সংখ্যা শতকরা ৬০ জন।
    ৩। দুনিয়ার যে কোনো ভাষা যে কোনো বর্ণে লেখা যায়।
ধ্বনির সাথে ভাষার সম্পর্ক মুলের, কিন্তু বর্ণের সাথে আকস্মিক।